আমার ব্লগ তালিকা

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

ইভ টিজিং: এবার প্রাণ হারালেন চাঁদপুরের এক হতভাগ্য বাবা

এবার ইভ টিজিংয়ের শিকার হলেন এক হতভাগ্য বাবা। ইভ টিজিংকারীদের হাত থেকে বাঁচাতে মেয়েকে বিয়ে দিয়েও শেষ রক্ষা পেলেন না চাঁদপুর জেলার মতলব উপজেলার মনির হোসেন সরকার। দুর্বৃত্ত আব্দুল হান্নান তাকে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। 

জানা গেছে, হান্নান নামের ওই দুর্বৃত্ত নিহত মনির হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করতো প্রায়ই। বখাটে বলে মনির হোসেন তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়াটাই তার অপরাধ। আর তার জের ধরেই মনির হোসেনের প্রাণ কেড়ে নিল ওই নরপশু।

দেশজুড়ে চলছে ইভ টিজিং। কোনোভাবেই এ প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও থামছে না ইভ টিজিংয়ের ঘটনা। বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ইভ টিজিংকারীদের শাস্তি দেয়ার খবর আমরা প্রতিদিনই মিডিয়ায় পাচ্ছি। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। বরং আমরা বলতে পারি, শাস্তিকে পরোয়া না করে দুর্বৃত্তরা ইভ টিজিং করেই চলছে। 

আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিষয়টিকে এখন আর ইভ টিজিং বলে হালকা করে দেখার অবকাশ নেই। এটি নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড। একে প্রতিরোধ করার জন্য চাই আরো কঠোর আইন। সেইসাথে, ইভ টিজিংয়ের কারণও খতিয়ে দেখে একে সমাজ থেকে সমুলে ধ্বংস করে দিতে হবে বাঁচাতে হবে যুব সমাজকে।

আমরা ইভ টিজিংয়ের ঘটনায় আর কোন মৃত্যু দেখতে চাই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন