আমার ব্লগ তালিকা

বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

আনুষ্ঠানিভাবে বিয়ে দেয়ার পরও মেয়েকে জামাই বাড়িতে না পাঠিয়ে বরং উল্টো অপহরণ মামলা করেছে কনেপক্ষ।

আনুষ্ঠানিভাবে বিয়ে দেয়ার পরও জামাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেছে কনেপক্ষ। সেইসাথে মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন না তারা। অপরদিকে, বরপক্ষও যেকোন মূল্যে ফিরে পেতে চায় কনেকে। বগুড়ার শেরপুরে ঘটেছে এমন ঘটনা।
জানা যায়-বগুড়ার শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাসিমা আক্তার নিঝুম ও সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মামুনের সাথে প্রেমের সম্পর্ক হয় আত্মীয়তার সূত্রে। এক পর্যায়ে তারা ঢাকায় এসে পালিয়ে বিয়ে করে। ঘটনাটি জানাজানি হলে- উভয়ের পরিবার শালিসী বৈঠকের মাধ্যমে ছেলে-মেয়েকে বাড়িতে এনে ধুমধাম করে বিয়ে দেয়। তবে, ৫ মাস সংসার করার পর একদিন মেয়েকে বাড়িতে নিয়ে এসে আর জামাই বাড়িতে পাঠাচ্ছে না মেয়েপক্ষ। উল্টো জামাইসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছে তারা।
মেয়ে নাবালিকা বলে বিয়ে অস্বীকার করছে কনেপক্ষ। সেইসাথে মেয়েকে অনিচ্ছায় বিয়ে করতে বাধ্য করা হয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনা নিয়ে ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ছেলের খালার উপর মেয়ে পক্ষের হামলারও অভিযোগ উঠেছে। মামলার তদন্ত শেষে চার্জশিট দেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রেমের এ বিয়েকে কেন্দ্র করে বিরোধে যেন এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে-সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন