পিরোজপুরে ইভটিজার দুলাল গাজীকে (২২) ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নতুন সংশোধিত ইভটিজিং আইনের আওতায় দেশে দ্বিতীয় রায় এটি। বুধবার, সন্ধ্যায় গেজেটের কপি পেয়ে ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ আদেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বুধবার দুপুর ২টায় দুলাল গাজীকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার এক পর্যায়ে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে গেজেট না আসায় তিনি এ বিচার করতে নিষেধ করেন। পরে সন্ধ্যায় বিশেষ ব্যবস্থায় গেজেটের কপি এনে উক্ত ইভটিজারকে ১৫ দিনের আটকাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যাহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল ইসলাম ও এসআই হান্নান হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝটিকা অভিযান চালিয়ে দুলাল গাজীকে হাতেনাতে গ্রেফতার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন