ইভটিজিং রোধে আদালত গতকাল ঝিনাইদহ, গোপালগঞ্জ ও শরীয়তপুরে ৪ ইভটিজারকে কারাদণ্ড দিয়েছে। ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত রুবেল নামের এক ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে ইভটিজিং করার অভিযোগে ২ স্কুল ছাত্রকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে, শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, রাস্তায় জেএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং করার সময় ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত রুবেল (২০) নামে এক ইভটিজারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। সদর থানার ওসি ছগির মিঞা জানান, সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের সামনে জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করছিল ওই ইভটিজার। এ সময় ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. রুবেলকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ইভটিজিং প্রতিরোধে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান জানান, মেয়েটি অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিতে আসছিল। ঘটনার সময় মেয়েটির ভাই প্রতিবাদ করলে ইভটিজার রুবেল তাকে ছুরিকাঘাত করে।
গোপালগঞ্জ ও মুকসুদপুর প্রতিনিধি জানান, মুকসুদপুরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে স্কুলছাত্র মঞ্জু সিকদারকে ২০ দিন ও দুলাল শেখকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল বিকাল ৫টায় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রায়হান তাদেরকে এ সাজা প্রদান করেন। থানার ওসি একেএম লিয়াকত আলী জানিয়েছেন- মুকসুদপুর থানার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের জলিরপাড় স্কুলের এসএসসি পরিক্ষার্থী মল্লিকা চক্রবর্তী গতকাল সকালে এসএসসি’র ফরম পূরণ করতে স্কুলে যাচ্ছিল। বেলা ১১টায় সে বানিয়ারচর খেয়াঘাটে পৌঁছলে জলিরপাড় গ্রামের স্কুলছাত্র মুঞ্জু সিকদার ও একই গ্রামের দুলাল সেখ মোবাইল দিয়ে মল্লিকার ছবি তোলে। মল্লিকা বিষয়টির প্রতিবাদ করলে তারা ঘটনাটি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। কিন্তু মল্লিকা ঘটনাটি মহিলা ইউপি সদস্য শিপ্রা মহন্তসহ এলাকার লোকজনকে জানায়। বিষয়টি সমাধান করার জন্য শিপ্রা উভয়কে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে মল্লিকাকে চুল ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে দুলালের বোন লাকী। খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক ঘটনাস্থলে পৌঁছে মুঞ্জু ও দুলাল সেখকে গ্রেপ্তার করে। বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান ঘটনাস্থলে পৌঁছে মঞ্জু সিকদারকে ২০ দিন ও দুলাল সেখকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে। এ সময় উপজেলা চেয়ারম্যান রবিউল আলম, থানার ওসি একেএম লিয়াকত আলী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনই গ্রামের রবিন সরদার ইভটিজিংয়ের দায়ে শাস্তি পেয়েছেন। ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রবিনকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম উৎপল ভট্টাচার্য গতকাল বেলা ১১টায় এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, বখাটে রবিন সরদার ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। এ ঘটনা নিয়ে এলাকায় সালিশ-দরবার হলেও রবিন তার বখাটেপনা থেকে নিবৃত্ত হয়নি। গত ২৩শে জুন ডামুড্যা থানার পুলিশ উত্ত্যক্ত করার সময় রবিনকে হাতেনাতে আটক করে। ২৪শে জুন ডামুড্যা থানার সহকারী উপপরিদর্শক ইলিয়াস হোসেন বাদী হয়ে ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ৩রা জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৬শে আগস্ট মামলাটি বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয়। ৫ই অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। ২০শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত আদালত সাক্ষ্য গ্রহণ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল আদালত রবিনকে এ শাস্তি দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন