আমার ব্লগ তালিকা

সোমবার, ১৫ নভেম্বর, ২০১০

চাঁদপুরের বিভিন্ন স্থানে অবাধে চলছে অশ্লীলতা

চাঁদপুরের বড় স্টেশন, নদীর ওপারের চর, নদীর উপরের নৌকা, কতিপয় রেস্টুরেন্ট ও হোটেল এবং যাতায়াতের লঞ্চের কেবিনে অবাধে চলছে অশ্লীলতা। সবাই জানে এসব এলাকায় কি কি ঘটছে। তবু দেখেও না দেখার ভান করে চলছে। উঠতি বয়সের ছেলে-মেয়েরাই এসব এলাকায় বেশী লক্ষ্যণীয়।

জানা যায়-শহরের বড় স্টেশন একটি সৌন্দর্যময় এলাকা। তাই, একটু অবসর পেলেই অনেকে ঘুরতে আসেন এখানে। তবে, বড় স্টেশনের নদীর ওপরে প্রতি ঘন্টায় নৌকায় ২শ’ টাকায় ঘুরে আসা যায়। নৌকায় কাপড়ের বেড়া দিয়ে অশ্লীলতার সুযোগ করে দেয় মাঝিরা।

এছাড়াও, রয়েছে নৌকা যোগে নদীর ওপারে চরে যাবার সুযোগ। বিশাল চরে রয়েছে ঝুপড়ি আর ফাঁকা জায়গা। সেখানে নির্জনে সময় কাটানো যায় বন্ধু-বান্ধবীদের নিয়ে। মাঝে মধ্যেই চরে একা পেয়ে হামলা চালায় স্থানীয় বখাটেরা। যুগলদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা ও মোবাইল। অনেক সময় তাদের হাতে লাঞ্ছিত হতে হয় যুগলদের। তবুও জীবনের ঝুঁকি নিয়েই এখানে প্রতিদিন লোকজন ভীড় করছে।

অন্যদিকে, চাঁদপুরের কতিপয় রেস্টুরেন্টে দিনে দুপুরে পর্দা টানিয়ে ভিতরে চলছে অশ্লীলতা। ফয়সাল মার্কেটের ওয়েল কাম রেস্টুরেন্ট, কস্তুরি, ধানসিড়ি, কুমিল্লা রোডের আল-ফালাহ রেস্টুরেন্ট, নতুন বাজারের ক্যাফেঝিল, জোড় পুকুর পাড়ের নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্টের আলো আধার ও পর্দার ভিতরে অবাধেই চলছে অশ্লীলতা। বাইরের চেয়ে একটু বেশি টাকার বিনিময়ে গ্রাহকদের এসব কাজের সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। তাই, উঠতি বয়সী যুগলরা প্রতিনিয়ত এসব রেস্টুরেন্টে ভীড় করছে।

এদিকে, চাঁদপুরের বিভিন্ন হোটেলেও প্রতিনিয়ত পুলিশী অভিযানে যুগলদের হাতে নাতে ধরা হচ্ছে। স্কুল ও কলেজে পড়ুয়ার সংখ্যাই এদের মধ্যে বেশী। হোটেল রজনীগন্ধা, হোটেল অতিথি, হোটেল শ্যামলী, হোটেল তাজ, হোটেল পুরবী ও হোটেল প্রিন্সে দিনে দুপুরেই ঘন্টায় ২শ’ টাকা বুকিং দিয়ে ভিতরে চলছে অশ্লীলতা।

এছাড়াও, চাঁদপুর যাওয়া-আসার মাঝে লঞ্চের কেবিনগুলোতে চলে অশ্লীলতা। মাঝ বয়সী ছেলে-মেয়েরা যাতায়াতকালে লঞ্চের কেবিনগুলোতে অনৈতিক কার্যকলাপ চালায়। সবাই জানে লঞ্চের কেবিনগুলোর কথা ভিতরে কি চলে। কিন্তু বাড়তি টাকা পাওয়ায় কর্তৃপক্ষ কিছুই বলে না।

বন্ধুত্ব আর ভালবাসার নামে এসব নগ্ন অশ্লীলতাকে দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে ভালবাসার কবলে পড়ে কাউকে হারাতে হবে না সম্ভ্রম। হবে না আত্মহত্যাসহ কোন সহিংসতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন