আমার ব্লগ তালিকা

শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রকাশ্যেই চলছে অশ্লীলতা

চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ ও পার্কি সি বিচে প্রকাশ্যেই চলছে অশ্লীলতা। সেইসাথে চলছে মাদকের অবাধ বেচাকেনা। সবাই দেখেও যেন না দেখার ভান করছে। এসব বিচের সামনে খাবারের দোকাগুলোর পিছনে রয়েছে ছোট ছোট খুপড়ি। এগুলোতে বান্ধবীদের নিয়ে এসে সময় কাটানোর পাশাপাশি অবাধে চালানো হয় অশ্লীলতা। কিছু বাড়তি টাকার বিনিময়ে হোটেল কর্তৃপক্ষ এখানে সুযোগ করে দিচ্ছে তরুণ-তরুণীদের। প্রশাসনও দেখেও না দেখার ভান করছে। বিচগুলোতে সাধারণত উঠতি বয়সের ছেলে-মেয়েদের আনাগোনাই বেশী। তবে, বিশ্ব ভালবাসা দিবস, পহেলা বৈশাখ, বিজয় দিবসসহ বিশেষ দিনগুলোতে বান্ধবীদের নিয়ে এখানে সময় কাটান অনেকে।
এছাড়া, লালখান বাজারের জিলাপির পাহাড় এলাকায় তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা সবার চোখে পড়ে। এখানে প্রকাশ্যে দিবালোকে ঘাসের ঝোপ-ঝাড় ও গাছের আড়ালে-আবডালে খুবই আপত্তিজনকভাবে সময় কাটায় তারা।

অন্যদিকে, শহরের চাইনিজ রেস্টুরেন্টগুলোর আলো আধারের মাঝে চলে অশ্লীলতা। যুগলরা প্রতিনিয়ত এখানে মোটা অংকের টাকার বিনিময়ে চালায় এসব কাজকর্ম। কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করে।

এছাড়া, চট্টগ্রাম সিটি কলেজের পাশে নিউ মার্কেটের আড্ডাস্থলে, কমার্স কলেজ ও আগ্রাবাদের শিশু পার্ক এলাকায়ও চলছে অশ্লীলতা। এখানে জোড়ায় জোড়ায় যুগলরা
প্রায়ই আপত্তিকর অবস্থায় বসে থাকতে দেখা যায়। এসব এলাকায় প্রায়ই ঘটে ছিনতাই ও সহিংসতা।

তাছাড়া, চট্টগ্রাম শহর থেকে বেশ দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেডিস হল, ফরেস্ট্রি বিভাগের পাহাড় ও বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের আড়ালে-আবডালে অবাধে চলছে অশ্লীলতা। সবাই জানে এসব জায়গায় প্রতিনিয়ত কি ঘটছে। তবু, সব কিছু জেনেই বিশেষ দিনগুলোতে এসব এলাকায় ভীড় জমায় উঠতি বয়সের তরুণ-তরুণীরা। অনেকে আবার আসে এসব অশ্লীলতা দেখতে।

এসব অশ্লীলতার কারণে চট্টগ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ছে সহিংসতা। বন্ধুত্ব আর ভালবাসার নামে চলছে অশ্লীলতা। ঘটছে, চুরি, ছিনতাই আর প্রেমে ব্যর্থ ও সম্ভ্রম হারিয়ে ঘটছে আত্মহত্যার ঘটনা। যাকে বলে সহিংস ভালবাসা। এসব অশ্লীলতা আর সহিংস ভালবাসা থেকে দূরে থাক সবাই-সুন্দরভাবে গড়ে উঠুক নতুন প্রজন্ম—এমন প্রত্যাশা সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন