রাজধানীর মালিবাগের একটি হোস্টেলে গত বৃহস্পতিবার রাত আড়াইটায় একইসঙ্গে বিষপান করে তারানা শিরিন জেরিন (১৮) নামে এক ছাত্রীর মৃত্যু ঘটেছে এবং অপর ছাত্রী তানিশা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। জেরিন সিদ্ধেশ্বরী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং তানিশা শাহজাহানপুর মির্জা আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রী।
রমনা থানার এসআই ডিউটি অফিসার আবদুল মোতালেব জানায়, বিশ নম্বর পশ্চিম মালিবাগের আরিফ কমিশনারের বাড়ির দ্বিতীয় তলায় কেয়া পিয়া মহিলা হোস্টেলে জেরিন ও তানিশা এক রুম ভাড়া নিয়ে থাকত। গত বৃহস্পতিবার রাত আড়াইটায় তারা একসঙ্গে বিষপান করে। তাদের গোঙানির শব্দ শুনে অন্য রুমের ছাত্রীরা এসে বিছানার ওপর তাদের পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন জেরিন ও তানিশাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টায় কর্তব্যরত ডাক্তার জেরিনকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় তানিশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি ও হিলাথিয়ন লেখা তিনটি খালি বোতল উদ্ধার করেছে। ডায়রিতে প্রেম ও হতাশাজনিত কিছু তথ্য পেয়েছে পুলিশ। বোতলে কীটনাশক বিষ ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্তকারী অফিসার জাফর আলী জানান, একই কক্ষে একই সঙ্গে দু'জনের বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা বিরল। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা চিকিৎসাধীন তানিশার কাছ থেকে জানা যাবে। পুলিশ এ ঘটনায় হোস্টেল পরিচালক আবদুল রাজ্জাককে আটক করেছে। জেরিনের চাচা একেএম শামসুদ্দিন রমনা থানায় বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। জেরিনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখেলা গ্রামে এবং তানিশার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়।
Golden Nugget Casinos & Gaming | MapYRO
উত্তরমুছুনGolden 여주 출장안마 Nugget Casinos & Gaming. Casino Address: 777 Golden Nugget Boulevard, West Las Vegas, 고양 출장샵 NV 성남 출장샵 89169. 동해 출장마사지 Golden Nugget, NV. 서울특별 출장샵